Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনা:

  • অনাবাদি ও পতিত জমি চাষাবাদের আওতায় আনার লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ ,প্রদর্শনী স্থাপন ও উৎবুদ্ধকরণ  সভার আয়োজন।
  • জৈব সার ও সুষম সারের ব্যবহার বৃদ্ধি এবং সবুজ সার, কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট ইত্যাদির উৎপাদন ও ব্যবহারকল্পে প্রশিক্ষণ প্রদান ও উউৎবুদ্ধকরণ সভার আয়োজন।
  • কৃষক গ্রুপকে উৎবুদ্ধকরণে এর মাধ্যমে আধুনিক কৃষি যন্ত্রপাতি ক্রয়ে উৎসাহিত করা, স্বল্প সুদে ও স্বল্প কিস্তিতে কৃষি ঋণ পেতে সহযোগিতা করা।
  • ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমানোর জন্য ফিতা পাইপ ব্যবহার ও এডব্লিউডি অবলম্বনে পানি সাশ্রয়ী কৃষি ব্যবস্থা গ্রহনে কৃষককে উৎবুদ্ধকরণ।
  • ক্ষরা ও রোগবালাই সহনশীল ফসল চাষাবাদে উৎবুদ্ধকরণ।
  • কৃষক পর্যায়ে মানসম্পন্ন বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ, মানসম্পন্ন ও রপতানীযোগ্য ফল, সবজী চাষ এলাকা সম্প্রসারণ।
  •  শস্য বিন্যাসে ডাল, তেল, মসলা ও সবজী জাতীয় ফসল অর্ন্তভূক্ত করে ফসলের বহুমূখীতা এবং নিবিড়তা বৃদ্ধি। 
  • বসতবাড়ির আঙ্গিনার কার্যকর ব্যবহার।
  • কৃষক/কৃষাণীদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধিকরণ, দ্রুত প্রযুক্তি বিস্তারে ই-কৃষি প্রবর্তন, খামার যান্ত্রীকীকরণ।
  • শুদ্ধাচার কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন। 

Visitor Number

web counter