Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর জেলার পাঁচটি উপজেলার মধ্যে নকলা অন্যতম। সরেজমিন উইং এর কার্যক্রমসমূহ বাস্তবায়নের জন্য নকলা উপজেলা সকল শ্রেনীর কৃষকদের জন্য লাগসই ও টেকসই উন্নত কৃষি প্রযুক্তি বিস্তারের এ মহান দায়িত্ব পালন করে যাচ্ছে। ক্রমহ্রাসমান চাষযোগ্য জমি থেকে ক্রমবর্ধমান জনগোষ্ঠির খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ধারাবাহিকতা রক্ষা করা বড় চ্যালেঞ্জ হলেও কৃষকদের চাহিদা অনুযায়ী প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বিগত তিন বছরে চাল, গম, ভূট্টা, আলু ও শাক-সব্জীর উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। অধিক খাদ্য শস্য উৎপাদনে লক্ষ্যে বিভিন্ন ফসলের আধুনিক ও ঘাত সহিষ্ণু জাত, পানি সাশ্রয়ী প্রযুক্তি, সুষম মাত্রায় সার ব্যবহার, পার্চিং, আধুনিক চাষাবাদ, মানসম্পন্ন বীজ উৎপাদন ও সংরক্ষণ, মাটির স্বাস্থ সুরক্ষায় জৈব ও সবুজ সার তৈরী ও ব্যবহার বৃদ্ধি ইত্যাদি প্রযুক্তি সম্প্রসারণে সাফল্য অর্জিত হয়েছে। 

এক নজরে নকলা উপজেলার কৃষি বিষয়ক বিস্তারিত তথ্যাবলী:

ক্র. নং বিষয় সংখ্যা /পরিমাণ
উপজেলার মোট আয়তন ১৭৪.৮ বর্গ কি.মি. / ১৭,৪৮০ হে.
আবাদযোগ্য জমি ১৪,৯৭০ হে.
নীট ফসলী জমি ১৪,৮১০ হে.
আবাদযোগ্য পতিত জমি
১৬০ হে.
এক ফসলী জমি ৯৫৫ হে.
 দুই ফসলী জমি ৬,২৮৫ হে.
 তিন ফসলী জমি ৬,৪৩৫ হে. 
চার ফসলী জমি ৩৫ হে.
অন্যান্য জমি (দুই ফসলী জমি)
১,১০০ হে.
১০
মোট ফসলী জমি
৩৫,১৭০ হে.
১১ শস্যের নিবিড়তা ২৩৪ %
১২ জমি ব্যবহারের ঘনত্ব  ৮৩.০ %
১৩ উঁচু জমি (বর্ষাকালে স্বাভাবিক বন্যায় প্লবিত হয় না) ৫,১৪০ হে.
১৪

মাঝারী উঁচু (বর্ষাকালে স্বাভাবিক বন্যায় সর্বোচ্চ ৯০ সে.মি. প্লাবিত থাকে)

৪,৬৯৩ হে.
১৫

মাঝারী নীচু জমি(বর্ষাকালে স্বাভাবিক বন্যায় ৯০-১৮০সে. মি. প্লাবিত থাকে)

৩,৮৪০ হে.
১৬

নীচু জমি (বর্ষাকালে স্বাভাবিক বন্যায় ১৮০-২৭৫সে.মি. প্লাবিত থাকে)

৮১৫ হে.
১৭

অতি নীচু (বর্ষাকালে স্বাভাবিক বন্যায় ২৭৫ সে.মি. বা বেশী প্লাবিত থাকে)

৩৮২ হে.
১৮ এটেল মাটি  ২,৬১৪ হে.
১৯ এটেল দোয়াশ মাটি  ১,৮৬৫ হে.
২০ দোয়াশমাটি ৮,৫২৯ হে.
২১ বেলে দোয়াশ মাটি ১,৪২০ হে.
২২ বেলে মাটি ৪৪২ হে.
২৩ AEZ AEZ-৮: ১,৭১৮ হে.; AEZ-৯: ১৩,১৫২হে.
২৪ হাওড়, বিল ও চর হাওড়-০ ; বিল-১৩; চর-১৮ টি
২৫ পৌরসভা ০১ টি
২৬ ইউনিয়ন ০৯ টি
২৭ ব্লক ২৮ টি
২৮ সার ডিলার বিসিআইসি-১০; বিএডিসি-৩৫
২৯ বালাইনাশক ডিলার মোট-১২৯ (পাইকারী-০৬; খুচরা-১২৩)
৩০ বীজ ডিলার -
৩১ নার্সারি ১৭ টি
৩২ বিতরণকৃত কৃষি উপকরণ কার্ডের সংখ্যা ৩৭,০৬৮ টি
৩৩ ১০ টাকার ব্যাংক একাউন্টধারী কৃষক ২৭,৭২০ জন
উপজেলা মানচিত্র:

Visitor Number

web counter